Sign up with your email address to be the first to know about new products, VIP offers, blog features & more.

আরো নিচে নেমে

আরো নিচে নেমে,
-নিচে নেমে,
– নেমে,
ওরা এসেছিলো , আমার পাশের গাছ টা কে আর্থ মুভার দিয়ে পিশে গুঁড়িয়ে দিয়েছে। গুঁড়ি টুকুও রাখেনি। প্রথমে মেশিন দিয়ে ফেলে তারপর দুজন লোক সারাদিন ধরে ধাড়ালো কুড়ুলের কোপ মেরে মেরে শেষ করে দিয়েছে তাকে। হাতের কড়া পড়া চামড়া উঠে গেলেও তারা কোপ মেরে গ্যাছে। তাদের শান দেয়া ধারালো করাত আমার কান্ড গুলো কে কেটে নিয়ে গ্যাছে।

এই গাছের পিছনে ছিল কর্পোরেশনের ভেপার লাইট , লোকে শুধুই দেখছে যাবার আগে তাদের ক্লান্ত মুখের গুটখার পিক, আর গাছটার কান্না ? সেটা কেউ দেখেনি।

-একটু ভুল হলো কি ?
-দেখেছিলো।

– সে আমি , একমাত্র আমি। এত দিনের ছায়াসঙ্গী , শৈশবের সক্ষতা সব কিছুকে শুধু কয়েকঘন্টার ফারাকে ফালা ফালা হতে দেখেছি। ভেপারের গেরুয়া রং ঝাপসা করে দিয়েছে তার রক্তকে। আমার বুকে ভুসভুস করছে বারুদ, রোদে শুকিয়ে তার জিভ হয়েছে কাঠ। এখন শুধু একটা ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ , ব্যাস। লাখ লাখ গাছ যারা চলে গ্যাছে কবরের তলায় তাদের জীবনের ঋণের শোধ তোলা বাকি।

আমার এই শিকড় এর রন্ধ্রে রন্ধ্রে আছে গভীর শোকের নীল ঠান্ডা রক্ত তবে ভুলেও ভেবোনা সে অসহায়। আমার গায়ে আঘাত হানলে সেই রক্তের বিভীষিকা গাঢ় এসিডের থেকেও সাংঘাতিক।

– এই বেশ আছি – মানুষ সমাজের সাথে ব্যবধান রেখেও সহাবস্থান
– তবে -এ জমি আমার।
-না ! দেব না !

শহুরে সভ্যতার আঁতুর ঘর থেকে শুরু হয়েছিল যাত্রা , আজ আমি মানবিক অবক্ষয়ের সাক্ষী। দেখতে চাই তোমরা আর কত নিচে নামতে পারো। যেখানে তোমরা শেষ হবে তার আরো অনেক নিচে থাকবে আমার পাতালচুম্বি মূল।

গায়ে হাত দিয়ে দ্যাখ, উপড়ানোর নতুন সংজ্ঞা লিখবো আমি আরো নিচে নেমে।
-আরো নিচে নেমে।
-নিচে নেমে ।
– নেমে।

 

With Love,
signature
share

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of